স্টাফ রিপোর্টার: বাঘারপাড়া থানার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। শনিবার বিকেলে যশোরের বাঘারপাড়া থানা পুলিশের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায় তিনি বলেন আবারো দেশে অপমক্তি মাথাচড়া দিয়ে উঠেছে সকলকেই সজাগ থাকতে হবে, এখন শুধু সাধারণ জনগন নয় এদেশের পুলিশ বাহিনির উপর ওই অপশক্তি ব্যবহার হচ্ছে।
সরকারের উন্নয়ন দেখে এক শ্রেণীর মানুষেরা হিংসায় জ¦র জরিত হয়ে সরকার হঠানো চেষ্টায় নানান ফন্দি ফিকিরে লিপ্ত হয়েছে, যে কারনে সকলকে সজাগ থাকতে হবে। যাদের কাছে প্রশাসন নিরাপদ নয় তারা সাধারণ জগনকে কি নিরাপত্তা দিতে পারে?
এদিনের অনুষ্ঠানে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল মুকিত সরকার, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হোসেন,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সোলাইমান বিশ্বাস, বাঘারপাড়া পৌর সভার মেয়র কামরুজ্জামান বাচ্চু, যশোর জেলা পরিষদের সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা।
এসময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আমিনুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্যও বাঘারপাড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজগর আলী,
আওয়ামী লীগ নেতা হরিপদ রায়, নিখিল আঢ্য, ইউপি চেয়ারম্যান বাবলু সাহা, আমিনুর রহমান সরদার, রবিউল ইসলাম, জাকির হোসেন, আরিফুল ইসলাম তিব্বত, আসাদুজ্জামান মিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম ও আয়ুব হোসেন বাবলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই রাজ কিশোর পাল
Leave a Reply