অবশেষে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক এস এম এ সানিকে মুন্সিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে বদলী করা হয়েছে। একই সাথে ল²ীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমকে বাগেরহাটে পদায়ন করা হয়েছে। সোমবার (০২ জানুয়ারি) ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ শিহাব উদ্দিন খান এই বদলী আদেশ প্রদান করেন।
আলোচিত এই উপ-সহকারী পরিচালক এসএমএ সানির বিরুদ্ধে দুর্নীতি অনিয়মসহ বিভিন্ন অভিযোগে দৈনিক সময়ের খবরসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছিল। তখন বাগেরহাট জেলা প্রশাসক পাসপোর্ট অফিসে এক গণশুনানির আয়োজন করেছিল। তখন জেলা প্রশাসক হয়রানি বন্ধের আশ্বাস দিয়েছিলেন সেবাগ্রহিতাদের। তারপরেও গ্রাহকদের হয়রানি থামেনি সরকারি এই অফিসে। এছাড়া এক প্রবাসীকে হয়রানির অভিযোগে আলোচিত এই কর্মকর্তার বিরুদ্ধে বাগেরহাট আদালতে এক কোটি টাকার মানহানীর মামলা চলমান রয়েছে। এদিকে পাসপোর্টের এই কর্মকর্তার বদলী আদেশে সন্তোষ প্রকাশ করেছেন সচেতন মহল।
Leave a Reply