কোরবান আলী তালুকদার: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগরের হক গ্রামীণ সেবা সংস্থা ও এতিমখানার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পত্র ও স্বাস্থ্যগত পরামর্শ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় হক গ্রামীণ সেবা সংস্থা ও এতিমখানার মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় হক ক্লিনিকের ডাঃ প্রীতি রাণী দেবনাথ বিনামূল্যে চিকিৎসা পত্র ও স্বাস্থ্যগত পরামর্শ প্রদান করে। এছাড়াও সেবা নিতে আসা সেবা গ্রহীতাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। পরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় শিক্ষক আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান তালুকদার হিরা, হক গ্রামীণ সেবা সংস্থা ও হক ক্লিনিকের পরিচালক মোঃ মোজাম্মেল হক, প্রভাষক মোঃ শাহ আলম,
মোঃ আতিকুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বদিউজ্জান বদি, হেমনগর বাজার বনিক সমিতির সভাপতি মোঃ হুমায়ুন কবির লিটন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply