বেনাপোলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার সময় বেনাপোল ছোটআঁচড়া মোড়ে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শার্শা উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামানের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক সোহরাব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, সাঃ সম্পাদক নাসির উদ্দীন, পৌর যুবলীগের আহবায়ক আহাদুজ্জামান বকুল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, পৌর জাতীয় শ্রমিক লীগের আহবায়ক রাজু আহম্মেদ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
আলোচনা শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
Leave a Reply