স্টাফ রিপোর্টার: যশোরের বাঘারপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশে প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সন্ধায় এ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী সাবেক সহ সভাপতি শ্রী হরিপদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যক্ষ আজগর আলী,
বীরমুক্তিযোদ্ধা খন্দকার শহিদুল্লাহ, জেলা পরিষদের সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা, ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সরদার, বাবলু কুমার সাহা,জাকির হোসেন, আরিফুল ইসলাম তিব্বত,আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শচীন্দ্রনাথ বিশ্বাস,
ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুভাষ দেবনাথ অভিরাম, জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ পাটুয়ারি, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিটন,
সদস্য রুবেল রানা, উপজেলা যুব মহিলালীগের আহবায়ক সালমা খাতুন, যুগ্ম আহবায়ক রণি ভৌমিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক টিপু সুলতান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহ জালাল প্রমুখ।
Leave a Reply