মাগুরার শ্রীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে এক ভারতীয় নাগরিককে ৯ বোতল বিদেশি মদসহ আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
রবিবার (৮ জানুয়ারি) রাতে মাঝাইল মান্দারতলা এলাকার ওয়াপদা বাজারের পূর্ব পাশে ঢাকা – মাগুরা মহাসড়কে নাকোল পুলিশ ফাড়ি ইনচার্জ মোঃ বাদশা বুলবুলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আমোদ আলী ও কামরুল ইসলাম অভিযান পরিচালনাকালে বরিশালগামী জিএম ট্রাভেলস পরিবহন বাসে তল্লাশি চালিয়ে শুভ মজুমদার (৩২) নামের এক ভারতীয় যুবককে ৯ বোতল বিদেশি মদসহ আটক করে।
আটকৃত আসামি শুভ মজুমদার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার হাবরা থানার রঘুনাথপুর গোবরডাঙ্গা গ্রামের নারায়ণ মজুমদারের ছেলে।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাব্বারুল ইসলাম জানান, আটকৃত আসামির বিরুদ্ধে মাদকবিরোধী আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিচারের নিমিত্তে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply