বাঘারপাড়ায় টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর বৃষ্টি নেমেছে । এতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন বাঘারপাড়া বাসী। আজ রবিবার (২৪ জুলাই) সকাল ৬ টার পর বাঘারপাড়ায় বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। আকাশে মেঘ জমতে থাকে।চারদিক থেকে মেঘ জমে আকাশ কালো হয়ে যায়। এরপর বৃষ্টি নামে। এতে গরম কিছুটা কমতে পারে। তবে বৃষ্টির কারণে প্রস্তুতি ছাড়া ঘর থেকে বের হওয়া লোকজনকে কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছে। ভিজে ভিজে কাউকে কাউকে নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে দেখা গেছে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হলে এতে তাপমাত্রা তেমন কমছে না। চলতি মাসে ২৯ থেকে ৩১ তারিখ এই তিন দিন বৃষ্টি বাড়বে। তাপমাত্রা কিছুটা কমতে পারে।
Leave a Reply