যশোরে অনুষ্ঠিত হচ্ছে ৫১ তম শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। আজ মঙ্গলবার সকালে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে পুরস্কার ও সমাপনীর মধ্য দিয়ে পর্দা নামবে এ আসরের। পুরস্কার বিতরণ করবেন স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। সভাপতিত্ব করবেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব।
সোমবার বিভিন্ন ইভেন্টের খেলা সম্পন্ন হয়েছে। স্থানীয় বাস্কেটবল গ্রাউন্ডে ছেলে ও মেয়ে গ্রুপের ২ টি ফাইনাল খেলা হয়। ছেলে গ্রুপের খেলায় বকুল অঞ্চল ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন এবং ৬ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয় গোলাপ অঞ্চল। মেয়েদের গ্রুপের খেলায় ৯ পয়েন্ট নিয়ে বকুল অঞ্চল চ্যাম্পিয়ন এবং ৬ পয়েন্ট নিয়ে গোলাপ অঞ্চল রানার্স আপ হয়।
নাদিরা ইসলাম স্মৃতি ভলিবল গ্রাইন্ডে অনুষ্ঠিত ছাত্র গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে বকুল অঞ্চল চ্যাম্পিয়ন এবং ৬ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয় গোলাপ অঞ্চল (কায়েমকোলা মাধ্যমিক বিদ্যালয়)। ছাত্রী গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে বকুল অঞ্চল এবং ৬ পয়েন্ট পেয়ে রানার্স আপ হয় চাঁপা অঞ্চলকে।
উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে অনুষ্ঠিত ছাত্র ক্রিকেট চ্যাম্পিয়ন পদ্মা অঞ্চল ( ৯ পয়েন্ট) রানার্স আপ গোলাপ অঞ্চল (রান রেটে)। হামিদপুর শামস-উল-হুদা একাডেমির মাঠে অনুষ্ঠিত ছাত্রী ক্রিকেটে চ্যাম্পিয়ন পদ্মা অঞ্চল এবং রানার্স আপ গোলাপ অঞ্চল। তবে খেলা শেষে গোলাপ অঞ্চল পদ্মা অঞ্চল নাঈমা জাহান আদিবা নামে একজন অবৈধ খেলোয়াড় খেলানোর অভিযোগ এন অপত্তি দেয়। ছাত্রী হকিতে চ্যাম্পিয়ন পদ্মা অঞ্চল (৭ পয়েন্ট) এবং রানার্স আপ গোলাপ অঞ্চল (৫পয়েন্ট) ।
ছাত্র হকিতে চ্যাম্পিয়ন পদ্মা অঞ্চল (৯ পয়েন্ট) এবং রানার্স আপ পদ্মা অঞ্চল (৬ পয়েন্ট)। জিমনেসিয়ামে অনুষ্ঠিত টেবিল টেনিস ছাত্রী এককে চ্যাম্পিয়ন গোলাপ অঞ্চল (৯ পয়েন্ট) এবং রানার্স আপ বকুল অঞ্চল (৬ পয়েন্ট)। দ্বৈত চ্যাম্পিয়ন বকুল অঞ্চল (৯ পয়েন্ট) এবং রানার্স আপ গোলাপ অঞ্চল (৬ পয়েন্ট)। ছাত্র এককে চ্যাম্পিয়ন গোলাপ অঞ্চল এবং রানার্স আপ বকুল অঞ্চল। দ্বৈতে চ্যাম্পিয়ন বকুল অঞ্চল এবং রানার্স আপপেদ্মা অঞ্চল। ব্যাডমিন্টন ছাত্র এককে চ্যাম্পিয়ন চাঁপা অঞ্চল এবং রানার্স আপ পদ্মা অঞ্চল।
দ্বৈত চ্যাম্পিয়ন গোলাপ অঞ্চল এবং রানার্স আপ বকুল অঞ্চল। ছাত্রী এককে চ্যাম্পিয়ন গোলাপ অঞ্চল এবং রানার্স আপ চাঁপা অঞ্চল। দ্বৈতে চ্যাম্পিয়ন গোলাপ অঞ্চল এবং রানার্স আপ চাঁপা অঞ্চল। বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ও যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে।
সূত্র: দৈনিক স্পন্দন
Leave a Reply