চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ১৫ রানে পরায়জের পর ঢাকা ডমিনেটর্স অধিনায়ক নাসির হোসেন যখন মাঠ থেকে প্রেস কনফারেন্স কক্ষের দিকে যাচ্ছিলেন, গ্যালারি থেকে ভেসে আসছিল দর্শকদের ‘নাসির ভাই’ ‘নাসির ভাই’ চিৎকার। পরাজয় দিয়ে বিপিএল শেষ করায় হতাশ অধিনায়ক নাসির সংবাদ সম্মেলনে শোনালেন তার হতাশার কথা। একইসঙ্গে নিজের পারফর্মেন্স নিয়েও তাকে মোটামুটি তৃপ্ত মনে হলো।
আজ সোমবার মিরপুর শেরে বাংলায় নিজের অধিনায়কত্ব নিয়ে নাসির বলেন, ‘আমি সবসময় অধিনায়কত্ব উপভোগ করি। যে সিদ্ধান্ত নেই না কেন দলের ভালোর জন্য নেওয়ার চেষ্টা করি। অনেক সময় ভুল হয়, কিন্তু আমি আমার জায়গা থেকে একশ ভাগ চেষ্টা করি যে টিমের যাতে ভালো হয় এমন সিদ্ধান্ত নিতে। ক্যাপ্টেন্সি নিয়ে আপনি তখনই তৃপ্ত হবেন যখন আপনার দল রেজাল্ট করবে। তো আমার দল ভালো রেজাল্ট করতে পারেনি, এদিক থেকে আমি অখুশি। আমার দল যদি সেমিফাইনাল-ফাইনাল খেলত, তাহলে বলতাম আমি হ্যাপি। দলকে আমি সেমিফাইনাল-ফাইনালে নিতে পারছি। কিন্তু যেহেতু আমরা কোয়ালিফাই করতে পারিনি তাই আমি খুশি নই।’
এবারের আসরে পারফর্মেন্স দিয়ে নজর কেড়েছেন নাসির। তাকে জাতীয় দলে ফেরানো নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে। ঢাকার অধিনায়ক হিসেবে ১২ ম্যাচে ৪৫.৭৫ গড়ে ৩৬৬ রান করে আজ পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক নাসির। সেইসঙ্গে বল হাতে ১৬ উইকেট শিকার করে সবার ওপরে আছেন। নিজের পারফর্মেন্স নিয়ে নাসির বলেন,
‘আমি মনে করি ভালো পারফর্মেন্স হয়েছে, আরও ভালো পারফর্ম করার সুযোগ ছিল। আজকের ম্যাচটাই দেখুন, জিতিয়ে আসতে পারলে ভালো লাগত। আরও কিছু জায়গা ছিল যাতে আমি উন্নতি করতে পারতাম। সব মিলিয়ে বলব যে, ঠিক আছে। তবে আরও ভালো করার সুযোগ ছিল।
সূত্র:’ কালের কণ্ঠ ও অনলাইন ডেস্ক
Leave a Reply