ঝিনাইদহের কালীগঞ্জে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) মরজাত বাওড় সংরক্ষণের জন্য স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের নিয়ে জনসচেতনামুলত সভা অনুষ্টিত হয়েছে।
বৃহষ্পতিবার বেলা ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ, পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো: ইকবাল হোসেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: হাসান সাজ্জাদ , উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি,
ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুপ মজুমদার, সোনার বাংলা ফাউন্ডেশনের শিবুপদ বিশ্বাস, সাংবাদিক শাহজাহান আলী বিপাশ, মোমিনুর রহমান মন্টু, পরিবেশবাদী সংগঠনের ইসাহক আলী,মোফাজ্জেল হোসেন মঞ্জু প্রমুখ।
সভায় জানানো হয়,
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের মারজাত বাওড় পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করেছে সরকার। এই বাওড় সংরক্ষণ করার জন্য নানা পরিকল্পনা গ্রহন করা হচ্ছে। বাওড়ের দেশীয় মাছ, পাখি, কচ্ছপসহ পরিবেশ রক্ষা বা সংরক্ষনের উদ্যেগ নেওয়া হচ্ছে।
সংগ্রহ
Leave a Reply