রেজাউল করিম খান,ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে গাড়ি চাপায় ছাদের আলী (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ রবিবার সকাল ৬টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাদের আলী উপজেলার দিগড় ইউনিয়নের মশাজান গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি হোটেলে কাজ করতেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার সকালে হোটেলের পানি নিয়ে কুয়াশাচ্ছন্ন রাস্তা পারাপার হওয়ার সময় অজ্ঞাত একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply