ভারতের মেঘালয়ে সৃষ্ট ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে বৃহস্পতিবার হাঠৎ কেঁপে উঠেছে সিলেট।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, সকাল ৯টা ৫৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর কেন্দ্রস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্যে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপিষ্ট থেকে ৬৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্ত এলাকায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বেড়ে ৪১ হাজার ছাড়িয়েছে।
ভূতত্ত্ববিদদের মতে জিওগ্রাফিকাল ফল্টের কারণে ভূমিকম্পের ফলে এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।
তুরস্ক ও সিরিয়ায় সংগঠিত ভূমিকম্পের উৎপত্তি স্থলের মত একটি ফল্ট বাংলাদেশের সিলেট জেলাও রয়েছে। তবে পৃথিবীর সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ দেশেগুলোর একটি তুরস্ক।
সূত্রঃ জনতার কথা
Leave a Reply