সন্দীপ কুমার কর্মকার, বিশেষ প্রতিনিধি :পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যকলাপ, নৈরাজ্যে, সহিংস রাজরীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে মণিরামপুরে যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে মণিরামপুর পৌরশহরের দক্ষিন মাথায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করে যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপনের পরিচালনায় এতে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, তরুণ আওয়ামীলীগনেতা অ্যাড. বশির আহম্মেদ খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, আওয়ামীলীগনেতা কৃষিবিদ মোজাম্মেল হোসেন মেল, অধ্যক্ষ চঞ্চল ভট্টচার্য্য, খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, আওয়ামীলীগনেতা অজিত ঘোষ, ডাঃ আতিয়ার রহমান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স,ম আলাউদ্দীন,
আওয়ামীলীগনেতা কাজী মাহমুদ পারভেজ শুভ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, আওয়ামীলীগনেতা ও ইউপি চেয়ারম্যান ইঞ্জি. আলমগীর হোসেন, আব্দুল আলিম জিন্নাহ, যুবলীগনেতা মঞ্জুর আক্তার, এসএম লুৎফর রহমান, রবিউল ইসলাম রবি শফিকুল ইসলাম উপজেলা শ্রমিক লীগের আহবায়ক চিন্ময় মজুমদার বাবু, যুবলীগনেতা ও পৌর কাউন্সিলর বাবুলাল চৌধুরী, কাউন্সিলর সুমন দাসসহ উপজেলা,পৌর, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।
পরে সমাবেশটি মণিরামপুর পৌরশহরে একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
সমাবেশে বক্তারা বলেন, ‘বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র ও চক্রান্তকে রুখে দেওয়ার লক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আজকে ঐক্যবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ।
আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, বিএনপি-জামায়াত একটি জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন। তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসের পৃষ্ঠপোষক। ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলাকারী,
২১ আগস্ট গ্রেনেড হামলাসহ নানা অপকর্মে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল এই বিএনপি-জামায়াত। সেই বিএনপি-জামায়াত নতুন করে বাংলাদেশকে আবারও বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তারা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে বাঁধাগ্রস্থ করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি-জামায়াত দেশ ও জনগণের বিরুদ্ধে পদে পদে
নানামুখী ষড়যন্ত্র করে চলছে। এই বিএনপি-জামায়াত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, উন্নয়নে বিশ্বাস করে না, তারা পাকিস্থানি ভাবধারায় বিশ্বাসী। যারা পাকিস্থানি মতাদর্শে বিশ্বাসী তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে।’
Leave a Reply