নিজস্ব প্রতিনিধি:যশোরে জেলি পুশ করা এক টন চিংড়ি জব্দ করেছেন যশোর র্যাব-৬ । এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছের মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার রাতে যশোর শহরের মনিহার সিনেমা হল এলাকায় দুইটি বাসে তল্লাশি করে এ চিংড়ি মাছ জব্দ করা হয়।
এনিয়ে তারা জেলি পুশ করা চিংড়ির উপর ১১টি অভিযান পরিচালনা করেন ০৯ টনের বেশি চিংড়ি জব্দ করেন। যার আনুমানিক মূল্য ৮ লাখ ১০ হাজার টাকা।
র্যাব -৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাজিউর রহমান জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা অস্বাস্থ্যকর চিংড়ি বাজারজাতকরণের উদ্দেশ্যে দুইটি বাসে বিপুল পরিমান চিংড়ি যশোরের দিকে আসছে । তাৎক্ষনিক র্যাবের আভিযানিক দল মনিহার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে দুইটি বাস তল্লাশি করে ককশিট ভর্তি এসব চিংড়ি জব্দ করেন।
এ সময় চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়। এ জন্য ভ্রাম্যমাণ আদালত গঠন করে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিধি মালা ভঙ্গের অপরাধে শামীম এন্টার প্রাইজ বাসের মালিক শামীম হোসেন (৪২)কে ৩০ হাজার) টাকা ও মেট্রোপলিটন বাসের মালিক দিলীপ বিশ্বাসকে ৪৫ হাজার টাকা সর্বমোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আরও অংশ নেন স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ নাজমুল হক ও যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ সাইদুর রহমান রেজা।
Leave a Reply