যশোর প্রতিনিধি// বুধবার (২৭/০৭/২০২২)সকাল ৯টার দিকে এস আই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ এস আই আজাহারুল ইসলাম,এ এস আই আমিরূল ইসলাম সহ সঙ্গিয় ফোর্স যশোর কোতোয়ালি মডেল থানার নিউমার্কেট টু পালবাড়ি এলাকার আহাদ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে ৩৫ বোতল ফেন্সিডিল সহ যশোর সদরের বসুন্দিয়ার খাঁন পাড়ার মোঃ খালেক খানের পুত্র মোঃ সোহাগ খান(৩০),অপর একজন যশোর সদরের বসুন্দিয়ার গাইদগাছী গ্ৰামের মোঃ হারেজ আলীর পুত্র মোঃ মিরাজুল ইসলাম (৩২)কে আটক করে। আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত মালামালের মূল্য আনুমানিক ৭০,০০০/=টাকা এসংক্রান্তে এ এস আই আজাহারুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী মডেল থানার এজাহার দায়ের করেন।
Leave a Reply