কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে নবযুগ সংস্থা’র আয়োজনে ও এসএমই ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় “এসো উদ্যোক্তা হই” ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারী শহরের পৌর ভবন মোড়ে নবযুগ সংস্থা’র কার্যালয়ে নবযুগ সংস্থার সভাপতি শেখ কামরুজ্জামানের সভাপতিত্বে ও সংস্থার ম্যানেজার ইউছুফ আলীর সঞ্চালনায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ মাসুদুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ -উজ-জামান খান, যশোর নকশীকাঁথা এসোসিয়েশনের সভাপতি মরিয়ম নারগিস, সাংবাদিক সাঈদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নবযুগ সংস্থার নির্বাহী পরিচালক মো. আব্দুল মজিদ। প্রশিক্ষন প্রদান করেন, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক রফিকুল হাসান।
উল্লেখ, গত ২৬ হতে ২৮ ফেব্রুয়ারী ২০২৩, তিন দিন ব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষনে কুটির শিল্প, নকশীকাঁথা, বেত ও বাঁশ শিল্প, মৃৎ শিল্প এবং ফ্যাশন ডিজাইনের ৩০ জন নারীকে নিয়ে এসএমই ফাউন্ডেশনের “এসো উদ্যোক্তা হই” নতুন নারী উদ্যোক্তা সৃষ্টি উদ্বুদ্ধকরণ কর্মসূচীর আলোকে এ প্রশিক্ষণ দেয়া হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র প্রদান করেন।
Leave a Reply