সন্দীপ কুমার কর্মকার, বিশেষ প্রতিনিধি :
মণিরামপুর প্রতিভা বিদ্যা নিকেতন থেকে এ বছরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ১৩ জন ট্যালেন্টপুলে ও ১ জন সাধারন গ্রেডে বৃত্তি লাভ করেছে। প্রতিভা বিদ্যা নিকেতনের এবারের পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র থ বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, মণিরামপুর উপজেলা থেকে এ বছর বৃত্তি পরীক্ষার ফলাফলে শীর্ষ রয়েছে প্রতিভা বিদ্যা নিকেতন।
এ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে রাফিদ হাসান, অরণ্য রায়, তামিমুল ইসলাম, মাহিদুর রহমান বাদল, এহসান বিন হানিফ, সায়ন্তি চ্যার্টাজী, তাসমিরা আলম সিলভি, ইরিনা জামান ইলমা,
আফিয়া নুজহাত, সামিয়া রহমান, রিহাম ইসলাম রিমা, আফিফা আঞ্জুম, মুজিবা জান্নাত মাওয়া। এছাড়া মালিহা তাসনীম হীরা সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক আসাদুজ্জামান মিন্টু জানান, বিদ্যালয়ের অভাবনীয় ফলাফলের জন্য পরিচালনা পরিষদ, শিক্ষার্থী ও অভিভাবকরা বেজায় খুশি। বিদ্যালয়ের উর্ষণীয় এ ফলাফলের জন্য একমাত্র শিক্ষকরাই কৃতিত্বের দাবীদার।
Leave a Reply