কলমাকান্দায় ভাতাভোগী প্রতিবন্ধীর টাকা ভূল নাম্বার থেকে উদ্ধার।
কলমাকান্দা থেকে রীনা হায়াৎ :
প্রায়ই সময়েই শুনা যায়, সরকার থেকে দেওয়া বিভিন্ন প্রকার ভাতার টাকা ভুল নাম্বারে চলে যায় বা ভুক্তভোগীর অসাবধানতার কারনে অন্য কেউ টাকা তুলে নেয় অথবা বিকাশ / নগদ প্রতারকরা কল দিয়ে বিভিন্ন কৌশলে পিন নাম্বার চেয়ে নিয়ে টাকা তুলে নিয়ে যায়।
বিভিন্ন প্রকার জামেলায় পরতে হয় ভাতা ভুক্তভোগীদের।
তেমনি,নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের প্রতিবন্ধী ভাতাভোগী মোছাঃ ছোমাইয়া আক্তার এর প্রতিবন্ধী ভাতার টাকা ভুল নাম্বারে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার একজনের নগদ একাউন্টে চলে যায়।
জামা যায়, প্রতিবন্ধী ছোমাইয়া আক্তার উপজেলার খারনৈ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মোঃ নিজাম উদ্দীন এর মেয়ে।
গত ২৬/০২/২০২৩ ইং তারিখে উক্ত ভাতাভোগী উপজেলা সমাজসেবা কার্যালয় কলমাকান্দা নেত্রকোনায় আসেন এবং জনাব মোঃ রেজাউল করিম, উপজেলা সমাজসেবা অফিসার, কলমাকান্দা, নেত্রকোনা বরাবর তাহার অভিযোগ দায়ের করেন।
এমতাবস্থায়,উক্ত অভিযোগের সূত্রধরে সংশ্লিষ্ট কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার জনাব আশীষ কুমার সরকার ঐ ভুল নাম্বারে যোগাযোগ করেন এবং অনেক অনুরোধের পর উক্ত ভাতার টাকা(৫১০০/-)উদ্ধার করতে সমর্থ হন।পরবর্তীতে, ভাতাভোগীর পিতা মোঃনিজাম উদ্দিন কে অফিসে ডেকে এনে উক্ত ভাতার টাকা তার হাতে হস্তান্তর করা হয়।
Leave a Reply