কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে মাদরাসার শিশু শিক্ষার্থীদের অভিভাবক সম্মেলন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা পুরস্কার ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বুধবার (২ মার্চ) দুপুরে উপজেলার মাদারিয়া এলাকায় ইমান আলী বাইতুল বালক-বালিকা মাদরাসার উদ্যোগে মাদরাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদরাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম আজাদের সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক মুফতি মাহাদী হাসান শিবলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন।
এসময় বিশেষ উপস্থিত ছিলেন- ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, যুবলীগ নেতা শেখ সেলিম, ভূঞাপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরমান শেখ, অতিথি মুফতি ইবরাহীম খলিল, রবিউল ইসলাম প্রমূখ।
Leave a Reply