কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে স্কুল ছাত্র জাহিদুল ইসলাম জাহিদ (১৪) হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
রবিবার (৫ মার্চ) সকালে উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তার সহপাঠী, শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীরা। মানববন্ধন শেষে কয়েকশ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয় মাঠে বিক্ষোভ ও মানববন্ধন করে।
মানববন্ধনে জাহিদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানানো হয়। জাহিদুল ইসলাম ভূঞাপুর উপজেলার বলরামপুর গ্রামের প্রতিবন্ধী সুজন তালুকদারের ছেলে এবং বলরামপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
মানববন্ধনে বক্তারা বলেন, জাহিদুল ইসলাম জাহিদ একজন মেধাবী ছাত্র ছিল। তার বাবা একজন প্রতিবন্ধী। স্কুলে পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেত তার বাবা। তাই অটোভ্যান চালিয়ে নিজের খরচ ও পরিবারকে সহযোগিতা করতো সে।
তার ভ্যানটি ছিনতাই করে সন্ত্রাসীরা সহপাঠীকে গলাকেটে হত্যা করেছে। জাহিদের হত্যাকারীদের চিহ্নিত করে ও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বলরামপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. মোঃ সাইফুল ইসলাম লোটন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, শিক্ষক লিয়াকত হোসেন, শাহীনা আক্তার, স্থানীয় ইউপি সদস্য মেহেদী হাসান বিপ্লব,
সাংবাদিক আল-আমিন শোভন, সাবেক ইউপি সদস্য মিনহাজ উদ্দিন, শাহীন মিয়া, নিহতের বাবা সুজন তালুকদার ও মা জাহানারা বেগম সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা।
উল্লেখ্য, জাহিদ গত বুধবার সন্ধ্যায় প্রতিবন্ধী বাবার ব্যাটারি চালিত অটোভ্যান নিয়ে বের হয়। রাত সাড়ে ৮টার দিকে ঘাটাইল উপজেলার পাঁচটিকড়ি এলাকায় কাঁচি দিয়ে তার গলা কেটে নির্মমভাবে হত্যা করে অটোভ্যানটি ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
Leave a Reply