সন্দীপ কুমার কর্মকার, বিশেষ প্রতিনিধি :
মণিরামপুরের কুলটিয়া ইউনিয়নের মশিয়াহাটী স্পোটিং কাব ও মশিয়াহাটী আঞ্চলিক যুব সংঘের আয়োজনে ‘মাদককে না বলি।
খেলার মাঠে জীবন গড়ি’-এ শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য (এমপি)।
রোববার বিকেলে মশিয়াহাটী বহুমুখী মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মশিয়াহাটী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিশান্ত মন্ডলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ্জ্ব কাজী মাহমুদুল হাসান, কুলটিয়া ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়।
কুলটিয়া ইউনিয়ন ছাত্রলীগনেতা অশোক কুমারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের অন্যাতম নেতা অ্যাড. বশির আহম্মেদ খান,
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, প্রভাষক মদন মোহন চক্রবর্তী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আওয়ামীলীগনেতা ডাক্তার আতিয়ার রহমান, ব্যবসায়ী শংকর রায়, মিহির বালা, পরেশ চন্দ্র মন্ডল প্রমুখ।
খেলায় হাসানপুর ফুটবল একাদশ তুহিন স্পোটিং কাবকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
Leave a Reply