বেনাপোল চেকপোস্ট থেকে ১৬ হাজার ৬ শ” ইউএস ডলার ও ৮ হাজার ৫ শ” ভারতীয় রুপি সহ মোহাম্মদ উল্লাহ (৩৮) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা।
সোমবার (৬ মার্চ) সকালে চেকপোস্ট থেকে ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি চেক পোস্ট কর্তৃক তল্লাশি চালিয়ে ইউএস ডলার ও ভারতীয় রুপি সহ তাকে আটক করা হয়।
আটক মোহাম্মদ উল্লাহ মাদারীপুর জেলার রাজৈর থানার শ্রীকৃষ্ণদি গ্রামের মোহাম্মদ বদিউজ্জামানের ছেলে।
বেনাপোল আইসিপি সূত্রে জানা যায়, বেনাপোল আইসিপি চেকপোষ্টে প্রতিদিন নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। তল্লাশি অভিযানে চেকপোষ্টের সামনে ভারত হতে আগত ওই বাংলাদেশি যাত্রীকে সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি করে লাগেজের মধ্যে হতে ১৬ হাজার ৬ শ” ইউএস ডলার ও ৮ হাজার ৫ শ” ভারতীয় রুপিসহ তাকে আটক করা হয়।
Leave a Reply