স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বাঘারপাড়া শাখার কমিটি গঠন করা হয়েছে। সাত সদস্য বিশিষ্ঠ কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, চাড়াভিটা রাজা লাইব্রেরীর পরিচালক আব্দুর রশিদ ও সম্পাদক নির্বাচিত হয়েছেন বাঘারপাড়া সংবাদপত্রের এজেন্ট ও আল আমিন লাইব্রেরীর পরিচালক আনিসুর রহমান।
শুক্রবার সকালে বাঘারপাড়া প্রেসক্লাব ভবনে জেলা শাখার নেতৃবৃন্দের উপস্থিতে সাধারণ সম্পাদক পদে নির্বাচন সম্পন্ন হয়। অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
তারা হলেন সহ সভাপতি কামরুল ইসলাম মোর্শেদ, সহ সম্পাদক ত্বরেক আব্দুল্লাহ , কোষাধাক্ষ আহাদ আলী, সদস্য নাছির উদ্দিন ও মিনহাজুল ইসলাম।
এদিকে আনিসুর রহমান সম্পাদক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানান খুলনা বিভাগীয় যুগ্ন সাধারণ সম্পাদক ও যশোর হাসান বুক ডিপো’র পরিচালক জসিম উদ্দিন ও ঝিকরগাছা বাপুসের সভাপতি হুমায়ুন কবির।
Leave a Reply