এস, এম মুসতাইন, স্টাফ রিপোর্টার :
বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের আলাদীপুর বাজার কমিটির ত্রিবার্ষিক নির্বাচন-২০২৩ রাত পোহালে ১২ মার্চ রোববার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে। জাঁকজমকপূর্ণ আয়োজনে বাজারের মৃত মুহসিন মাষ্টারের চাতালে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে। তিনটি পদে এই নির্বাচনে ৬ জন প্রার্থী ভোট যুদ্ধে মাঠে প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। এরমধ্যে সভাপতি পদে দুইজন ভোট লড়াইয়ে সাবেক বাজার কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী বি,এম মিজানুর রহমান ও সাবেক ইউপি সদস্য বিশিষ্ট সমাজ সেবক ব্যবসায়ী মোঃ তরিকুল ইসলাম লিটন। সাধারন সম্পাদক পদে দু’জন হলো সাবেক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন সরদার ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আক্তারুজ্জামান। কোষাধ্যক্ষ পদে দু’জন লড়ছে এরা হলো বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাজমুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাহবুবুর রহমান। উক্ত ভোটগ্রহন পরিচালনা ও আয়োজক কমিটির পক্ষ থেকে বিশিষ্ট ব্যবসায়ী মোন্তাজ আলী ফকির, মোঃ সাহেব আলী মোল্যা, মোঃ আব্দুল ওহাব মোল্যা, মোঃ শরিফুল ইসলাম এর সাথে আলাপকালে সাংবাদিকদের বলেন, আলাদীপুর বাজারে আড়াই’শ’র মতো দোকানী থাকলেও ভোটার তালিকায় ২৩৭ টি অন্তর্ভুক্ত। সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। শান্তি শৃঙ্খলা বজায় রেখে সচ্ছ ভোট উপহার দেওয়ার চেষ্টা চালিয়ে যাবেন। আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রশাসন সহ গণমাধ্যমের কর্মীরা পর্যবেক্ষকের দায়িত্বে থাকবেন বলে আশাবাদী।
Leave a Reply