বাঘারপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা ২৫’শ টাকা
স্টাফ রিপোর্টারঃ
যশোরের বাঘারপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ কেজি জাটকা ইলিশ জব্দ ও ২৫’শ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে বাঘারপাড়া থানা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ জাকির হাসানের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা, বাঘারপাড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মকবুল হোসেন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারী বৃন্দ।
ইউএনও সৈয়দ জাকির হাসান জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুসারে ১০ ইঞ্চির নিচে ইলিশ ধরা, পরিবহন ও বিক্রয় নিষিদ্ধ। সেই অনুসারে বিক্রেতা দীপংকরের কাছে ৭ কেজি জাটকা ইলিশ পাওয়ায় তা জব্দ করে বাঘারপাড়া সিদ্দিকীয়া এতিমখানা ও মাদ্রাসায় প্রদান করা হয়েছে এবং বিক্রেতাকে নগদ ২৫’শ টাকা জরিমানা করা হয়েছে।
এস,পি-০২
Leave a Reply