ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বীর মুক্তিযোদ্ধা,সরকারী কর্মকমর্তা/কর্মচারী জনপ্রতিনিধি,সাংবাদিকবৃন্দ সুধী সমাজ,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক/ছাত্রছাত্রী ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ন পেশার কর্মচারীদের নিয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলার নবাগত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইমলাম লেবু,পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া,ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ তোফাজ্জল হোসেন জিবিজি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল আলম মনি,
লেখক গবেষক সাংবাদিক জুলফিকার হায়দার,উপজেলা স্বাস্থ্য(পঃপঃ)কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুর রহমান খান,টাঙ্গাইল এমসিকম গোপনীয় সহকারী কর্মকর্তা দ্বীপ ভৌমিক মহিলা ভাইস চেয়ার শাহিনা সুলতানা শিল্পি জামুরিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেষ্টিং,
ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহিম মিয়া প্রমুখ। এ সময় ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে অটিষ্টিক শিশুদের হাতে টিফিন বক্স,ও ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির লোক জনের হাতে অনুদানের চেক তুলে দেন, বিকেলে সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া ভুমিহীন গৃহহীনদের মাঝে ৪৫টি আশ্রয়ন প্রকল্প হস্তান্তর করেন।
Leave a Reply