কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে দায়িত্বশীলদের দৈনিক দেশ রুপান্তর পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মার্চ) বিকেলে দেশ রূপান্তর পত্রিকার ভূঞাপুর প্রতিনিধি মো. নাসির উদ্দিনের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলুর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. মো. হুমায়ূন কবীর, প্রেসক্লাবের উপদেষ্টা বদিউজ্জামান খান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু,
সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, সাবেক সহ-সভাপতি আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহীম ভূঁইয়া, সাংবাদিক আল আমিন শোভন, মো. আব্দুর রশিদ তালুকদার,
মো. আসাদুল খান, মো. ছানোয়ার হোসেন, কোরবান আলী তালুকদার, মো. রফিকুল ইসলাম রবি, মাহমুদুল হাসান, তৌফিকুর রহমান মানিক, শফিউর রহমান প্রমুখ।
Leave a Reply