বাঘারপাড়ায় উপজেলা জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি:
যশোরের বাঘারপাড়ায় জাতীয় পার্টির আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাসুয়াড়ি ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে দক্ষিণ শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠান হয়। ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুস সামাদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাডভোকেট জহুরুল হক জহির। উপস্থিত ছিলেন, যশোর জেলা যুবসংহতির সাধারণ সম্পাদক ইদ্রিস আলম, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আয়ুব হোসেন, উপজেলা যুবসংহতির সভাপতি ও জেলার সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন, বাঘারপাড়া পৌর জাতীয় পার্টির আহবায়ক ডাক্তার শফিকুল ইসলাম, সদস্য সচিব গফফার হোসেন, ইউনিয়ন জাতীয় যুবসংহতির সভাপতি জাহিদ হোসেন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান প্রমুখ। বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এ্যাডভোকেট জহুরুল হক জহির বলেন, ‘ জাতীয় পার্টি এখন আনেক বেশি শক্তিশালী। সে লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে হবে’। এ সময় সংগঠন গতিশীল করার লক্ষ্যে নানা পরিকল্পনার কথা উল্লেখ করেন জহুরুল হক জহির।
Leave a Reply