এস, এম মুসতাইন, স্টাফ রিপোর্টার :যশোর সদর উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বসুন্দিয়া স্কুল এন্ড কলেজ মাঠে আবাহনী ক্রীড়া চক্রের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ২০ মার্চ সোমবার বিকালে একদিনের ফুটবল টুর্নামেন্টের খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় অংশ গ্রহণ করেন শেখ কামাল স্মৃতি সংসদ খুলনা ও বসুন্দিয়া আবাহনী ক্রীড়া চক্র। ১-০ গোলে শেখ রাসেল স্মৃতি সংসদ’কে পরাজিত করে বসুন্দিয়া আবাহনী ক্রীড়া চক্র বিজয়ী। অবসরপ্রাপ্ত পুলিশের আর আই মোঃ লুৎফর রহমান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব হাবিবুল আহসান বাবলু, বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদ ইকবাল। এছাড়া উপস্থিত ছিলেন বসুন্দিয়া আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি, নবারুণ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ হারুনর রশীদ, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল খান, বসুন্দিয়া স্কুল এন্ড কলেজ এর ক্রীড়া শিক্ষক বাবু দীপংকর মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ক্রীড়া প্রেমী মোঃ রেজাউল ইসলাম মোল্যা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নবী নূর রহমান খান, বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত পন্ডিত শিক্ষক বাবু নব কৃষ্ণ বিশ্বাস, আওয়ামী লীগ নেতা শেখ ফারুক হোসেন, সাবেক ইউপি সদস্য মোছাঃ ফিরোজা সুলতানা। ফুটবল টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন বসুন্দিয়া ক্লাবের খ্যাতিমান খেলোয়াড় ও আলাদীপুর বাজার কমিটির সভাপতি বি এম মিজানুর রহমান।
Leave a Reply