কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে মাটিকাটা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মতিন সরকার।
বিশেষ অতিথি ছিলেন- নিকরাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন মন্ডল, মাটিকাটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমাউল হুসনা, মাটিকাটা উচ্চ বিদ্যালয়ের কো অপ্ট সদস্য ও নিকরাইল ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ নয়ন সরকার, সাবেক সভাপতি মোঃ নাজিমুল ইসলাম নুরু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুল হক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- মোহাম্মদ আলী, মোঃ সুরুজ্জামান প্রামাণিক, মোহাম্মদ আলী মন্ডল, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মোঃ আব্দুল বারেক, মোঃ লুৎফর রহমান, মোঃ মোনায়েম হোসেন মোন্নাফ, মোঃ আমজাদ হোসেন, মোঃ মেহেদী হাসান লাভলু মন্ডল, মোঃ শহিদুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, খালেদা আক্তার, আকমল হোসেন স্বপন, আব্দুল লতিফ, নুরুল ইসলাম, রোজিনা বেগম, আব্দুল হাকিম,
হুমায়ুন কবীর সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোঃ ফারুক হোসেন। দোয়া পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ শাহ আলম।
Leave a Reply