ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
বুধবার (২২মার্চ) সকাল ১১ টায় গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করেছেন। এ উপলক্ষে সদর উপজেলা পরিষদের আয়োজনে পরিষদের হলরুমে উপকার ভোগীদের হাতে জমি ও গৃহের দলিল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করেছে।
সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মো. রওশন আলীর সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে উপকার ভোগী পরিবারের হাতে জমি ও গৃহের দলিল হস্তান্তর ও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন, সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনিছুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আলিসহ অন্যরা। সারাদেশে ৭ টি জেলা ও ১৫৯ টি উপজেলায় (আশ্রয়ন প্রকল্প-২) এর আওতায় ৩৯৩৬৫ টি পরিবার কে চতুর্থ পর্যায়ের জমি ও গৃহের দলিল হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply