কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আরটিভি’র টাঙ্গাইল প্রতিনিধি ও দৈনিক মানবজমিন পত্রিকার ভূঞাপুর উপজেলা প্রতিনিধি মোঃ কামাল হোসেন মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) বিকেলে ভূঞাপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিকের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আখতার হোসেন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের উপদেষ্টা বদিউজ্জামান খান, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সৈয়দ সরোয়ার সাদী রাজু, যুগ্ম সম্পাদক জুলিয়া পারভেজ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, অর্থ সম্পাদক কামাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন সরকার,
দপ্তর ও পাঠাগার সম্পাদক ফরমান শেখ, কার্যকরী সদস্য আল-আমিন শোভন, মোঃ নাসির উদ্দিন, মুহাইমিনুল ইসলাম হৃদয়, মাহমুদুল হাসান, সাংবাদিক মোঃ ইব্রাহীম ভূঁইয়া, আব্দুর রশিদ তালুকদার, মোঃ আব্দুর রশিদ শেখ,
ছানোয়ার হোসেন, আব্দুল লতিফ তালুকদার, কোরবান আলী তালুকদার, আরিফুজ্জামান তপু, রফিকুল ইসলাম রবি,
তৌফিকুর রহমান মানিক, কাজী গোলাম রব্বানী ইমরান, অপু, আতিফ রাসেল প্রমূখ। দোয়া পরিচালনা করেন সাবেক সহ-সভাপতি আব্দুল আলীম আকন্দ।
Leave a Reply