কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
মাতৃসেবায় বিশেষ অবদান রাখায় টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তার সম্মাননা স্মারক পেলেন ডা: মোহাম্মদ আব্দুস সোবহান। তিনি ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। সোমবার (২৭ মার্চ) ডা: আব্দুস সোবহান এ বিষয়টি জানিয়েছেন।
এর আগে গত ২৩ মার্চ বাসাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মোঃ মিনহাজ উদ্দিন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুস সোবহান বলেন, ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে মাতৃসেবা কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
বিগত ৩ মাসে জেলার মধ্যে আমাদের এ হাসপাতালটি মাতৃসেবায় ভাল করেছে এবং নিয়মিত সেবা প্রদান করছি। পাশাপাশি হাসপাতালে ২৪ ঘণ্টা এক্স-রে ও ডেলিভারি (সিজার) করা হয়। এ লক্ষে সেবার মান বৃদ্ধি করা হয়েছে।
স্বাস্থ্যসেবা সহ সবধরণের সেবারমান অব্যাহত রাখব ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, টাঙ্গাইলের সিভিল সার্জনের নিকট থেকে পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
ভবিষ্যতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে আমাকে উৎসাহিত করবে। এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ ও মহান আল্লাহর কাছে বিশেষ শুকরিয়া জ্ঞাপন করছি।
Leave a Reply