হিজলা প্রতিনিধি ঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধার মানিক ইউনিয়নের এক যাক তরুণ উদ্যোক্তারা মিলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানবতার সংগঠন একসাথে পথ চলা। একটা অরাজনৈতিক সংগঠন করেন “”একসাথে পথ চলা “” এর দ্বারা বাহিগতায় এবার রমযানে অসহায় গরিব দুঃখী ১০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
একসাথে পথ চলার সংগঠনের সদস্যরা জানান মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তারে ধারাবাহিকতা আমরা মেহেন্দিগঞ্জ উপজেলা আন্দামানিক ইউনিয়নের এক যাক তরুণ যুব সমাজ বন্ধুরা মিলে একটি মানবতার সংগঠন একসাথে পথ চলার আত্মপ্রকাশ করি ।
এবং সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অসুস্থ রোগীদের চিকিৎসার অর্থ যোগান দেওয়া মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো যে কোন দুর্যোগের সময় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর এ নিয়ে আমরা কাজ করব এবং তাদের
বন্ধুরা মিলে একসাথে পথ চলার সংগঠনটি এখন এই মহৎ কাজের উদ্যোগ দেখে আন্দার মানিক ইউনিয়নের সকল শ্রেণীর লোক এ মহত কাজের প্রশংসা করেন মানবতা সংগঠন একসাথে চলা।
Leave a Reply