যশোরের অভয়নগরে খুলনা আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৩ (এপিবিএন) সদস্যরা তিন মাদক বিক্রেতাকে আটক করেছে। শনিবার বিকালে উপজেলার নওয়াপাড়ার ড্রাইভারপাড়া ও রাজঘাট জাফরপুর বাসস্ট্যান্ড থেকে তাদের মাদকের ক্রেতা সেজে আটক করা হয়।
আটককৃতরা হলো- ড্রাইভারপাড়া এলাকার মৃত নূর ইসলামের দুই ছেলে অহিদুল ইসলাম (৪৭) ও মোহাম্মদ আলী (৪০)। আটক অপর মাদক বিক্রেতা হলো উপজেলার রাজঘাট সাহেবপাড়া এলাকার মৃত ইউনুস আলীর ছেলে জাহাঙ্গীর আলম সুমন (৩২)। পরে তাদের রাতেই অভয়নগর থানায় হস্তান্তর করা হয়।
খুলনা এপিবিএন-৩-এর পুলিশ পরিদর্শক মো. বাবুল আক্তার জানান, শনিবার বিকালে মাদকসেবী হিসেবে ক্রেতা সেজে ড্রাইভারপাড়া এলাকা থেকে ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩১ হাজার টাকাসহ অহিদুল ইসলাম ও মোহাম্মদ আলী নামে দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। পরে রাজঘাট জাফরপুর বাসস্ট্যান্ড থেকে চার বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর আলম ওরফে সুমন নামে অপর এক মাদক বিক্রেতাকে আটক করে রাতে তাদের বিরুদ্ধে অভয়নগর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলার পর উদ্ধারকৃত মাদক, নগদ টাকাসহ তাদের অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, খুলনা আর্মড পুলিশ ব্যাটালিয়ন তিন মাদক ব্যাবসায়ীকে আটক করে অভয়নগর থানায় হস্তান্তর করার পর মাদক আইনে পৃথক মামলা হওয়ার পর তাদের রোববার দুপুরে যশোর জেলহাজতে পাঠানো হয়েছে।