নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোট কারচুপি বন্ধে ইভিএমের বিকল্প নেই। আওয়ামী লীগ ৩০০ আসনেই ইভিএম চায়।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিকেল ৩টায় এ সংলাপ শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। অন্যদিকে ওবায়দুল কাদেরের নেতৃত্বে সংলাপে অংশ নিয়েছেন আওয়ামী লীগ নেতারা।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো উপায়ে ক্ষমতা পরিবর্তনের সুযোগ নেই। ৩০০ আসনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানাচ্ছি। ভোট ডাকাতি, কারচুপি বন্ধে ইভিএমের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, নির্বাচন ও কমিশনকে অকার্যকর করে জিয়া। আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলো ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন কমিশনকে রাজনীতিকীকরণ করা হয়েছে।
সংলাপে ওবায়দুল কাদের আরও বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, কোনো সরকারের অধীনে নয়। নির্বাচন অনুষ্ঠানে সরকার সহযোগিতা করবে। নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে সরকারের করার কিছু থাকে না।
সুত্র সমকাল
Leave a Reply