ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানিখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ জুলাই) বিকালে পৌর এলাকার শাহীবাগ-বালিগ্রাম (সোনার মোড়) এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সাবেক এমপি মো. শামসুজ্জোহা খান। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবাইয়েদ পাঠানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. রফিকুল ইসলাম টিপু।
বিক্ষোভ সমাবেশের প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম রফিক। এসময় আরও বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক বাবর আলী, নাচোল উপজেলা বিএনপির আবু তাহের খোকন, গোমস্তাপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলাম, ছাত্রদল নেতা ইউসুফ রাজাসহ অন্যান্যরা।
Leave a Reply