জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়ন শাখার বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।
এতে রমজান আল সিয়ামকে সভাপতি ও মোল্যা মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে লোহাগড়া উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি মুরসালিন পারভেজ ও সাধারণ সম্পাদক রাকিব হাসান আকাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী এক বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়।
নবগঠিত কমিটির অন্যরা হলেন— সহ-সভাপতি করা হয় মঈনুল ইসলাম আশিক, মিরাজ মোল্যা, কামরান শেখ, আরিফুজ্জামান।
যুগ্ম সম্পাদক রাফি আহমেদ সুমন, কাজী বিজভী, তুষার জমাদ্দার, আজিজুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক মো. তারিকুল ইসলাম ও মো. নাজমুল হাসান রানা।
এ ছাড়া নবগঠিত এ কমিটিতে আব্দুর রহিম খান্ প্রচার সম্পাদক ও কাজী সুমন আহমেদকে অর্থ ও দফতর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
কার্যানির্বাহী সদস্য আরিফুজ্জামান, পারভেজ হোসাইন, কাজী শামীম হাসান, জাহিদুল ইসলাম ও কাজী অন্তর।
লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়ন শাখার বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নবগঠিত কমিটির ঘোষনার সাথে সাথে বিভিন্ন মহল থেকে কমিটিকে অভিনন্দন ও স্বাগত জানানো হচ্ছে।
Leave a Reply