মো: আজম খান, স্টাফ রিপোর্টার :
৩০/০৪/২০২৩ এপ্রিল রবিবার নড়াইলে নব নিযুক্ত জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হায়দার আলীকে জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারবৃন্দ ও বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরন করে নেয়া হয়েছে।
রবিবার বিকাল তিনটায় সদ্য যোগদানকৃত জেলা শিক্ষা অফিসার মোঃ হায়দার আলীকে জেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সরকারী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ কিবরিয়ার নেতৃত্বে শিক্ষকবৃন্দ, লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,
নড়াইল সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর নেতৃত্বে শিক্ষকবৃন্দ , শিক্ষক সমিতির জেলা নেতৃবৃন্দ, নড়াইল সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশিদের নেতৃত্বে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ এবং নড়াইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ এর নেতৃত্বে তিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগন ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
অপরদিকে জেলা শিক্ষা অফিসার মোঃ হায়দার আলী সবাইকে মিষ্টি মুখ করিয়ে সবাইকে সংগে নিয়ে নড়াইল জেলার শিক্ষার মান বৃদ্ধির প্রত্যয় ঘোষণা করেন। এছাড়া তিনি সকল ক্ষেত্রে শিক্ষা পরিবারের সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply