কায়সার হামিদ মানিক,কক্সবাজার :
কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চাটাবুনিয়া গ্রামের অসহায় কৃষক ছৈয়দ নুরের প্রায় ৮০ শতক জমির ধান কাটার শ্রমিক দিয়ে সহযোগিতা করলেন ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।
রবিবার (৩০ এপ্রিল) নিয়োজিত ১০ জন শ্রমিক দিয়ে ধান কেটে কৃষকের ঘরে তুলে দেন। যার সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন করেছেন তরুণ সমাজসেবক হেলাল উদ্দিন। এমন মানবিক কর্মে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কৃষক ছৈয়দ নুর।
কৃষক ছৈয়দ নুর বলেন, ‘ধান পেকে গেলেও ফসল কেটে ঘরে তোলার টাকা ছিলনা। বিষয়টি মেম্বার হেলাল উদ্দিনকে জানালে তিনি নিজের টাকায় শ্রমিক দিয়ে সহযোগিতা করেছেন। এমন মানবতায় আমরা তার নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। তরুণ সমাজসেবক হেলাল উদ্দিনের মানবিক কর্ম দেখে এলাকাবাসী সন্তুষ্টির কথা জানিয়ে দোয়া করছে তার জন্য’।
এই প্রসঙ্গে জানতে চাইলে হেলাল উদ্দিন বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে নয়, একজন মানুষ হিসেবে মানুষের পাশে থাকার চেষ্টা করি সর্বদা। কৃষক ছৈয়দ নুর তার অক্ষমতার কথা জানালে সহযোগিতায় পাশে দাঁড়াতে সাধ্যমত চেষ্টা করেছি। এটি আমার মরহুম পিতা বখতিয়ার আহমদ মেম্বারের শিক্ষা। দোয়া চাই আজীবন মানবিক কর্ম যেন অব্যাহত রাখতে পারি’।
Leave a Reply