স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদুল ফিতরের আগের দিন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগ-সহ সকল সহযোগী সংগঠন ও যশোর জেলা আওয়ামী
মৎস্যজীবীলীগের ব্যবস্থাপনায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সম্পাদক ও যশোর জেলা আওয়ামীলীগের সুযোগ্য সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের পক্ষ থেকে অত্র এলাকার অসহায় মৎস্যজীবী ও সাধারণ মানুষের মাঝে প্রায় ১০০০ (এক হাজার) শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।
জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এলাকার জনগণের পাশে দাঁড়িয়ে করোনাকালীন সময় থেকে অদ্যাবধি ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ নগদ আর্থিক সহায়তা-সহ বিভিন্ন সামগ্রী প্রদান করেছেন এবং ইতোপূর্বে শীতকালে শীতার্ত মানুষের মাঝেও প্রায় ছয় শতাধিক কম্বল বিতরণ করেছেন যা এলাকায় প্রশংসার দাবি রাখে।
সদ্য ঈদুল ফিতর উপলক্ষ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবীলীগের সভাপতি জনাব আবু তোহা,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব জেলা মৎস্য জীবীলীগের সাধারণ সম্পাদক জনাব সেলিম রেজা বাদশাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন, উপজেলা মৎস্যজীবীলীগের সদস্য সচিব অশোক সাহা,
উপজেলা তাতীলীগের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, পৌর মৎস্যজীবীলীগের নেতা আবুল কালাম আজাদ ও হাবিবুল্লাহ, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,
দরাজহাট ইউনিয়ন মৎস্যজীবীলীগের এনানুল, কৃষকলীগ নেতা কোহিনুর রহমান, ছাত্রলীগ নেতা আবু হুরাইরা, জুবায়ের, তাহের, ইমন, আলী রাজ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য জীবীলীগের আহবায়ক কৃষিবিদ এনায়েত হোসেন লিটন।
Leave a Reply