দৈনিক সমকাল পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি ও চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার সাংবাদিক অলোক বোস এর বাবা অনিল বোস (৮৮) আর নেই। শনিবার দিবাগত রাত ১.৩০ মিনিটে পরলোক গমন করেছেন। মাগুরা শহরের জজ কোর্ট এলাকার নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মাগুরা- ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল,
মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, বাংলাদেশ জাসদের মাগুরা জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা এটিএম মহব্বত আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি বাকী ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, সুপ্রভাত মাগুরার সভাপতি ফারুক রেজা ঝন্টু,
জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, বর্ণমালা সাহিত্য সংস্কৃতি পরিষদ এর সভাপতি এডভোকেট কাজী মিহির ও সাধারণ সম্পাদক কবি লিটন ঘোষ জয় সহ জেলার বিভিন্ন সামাজিক, সাহিত্য ও সংস্কৃতির সংগঠনগুলো।
অনলাইন ডেস্ক
Leave a Reply