স্টাফ রিপোর্টার :
যশোরের বাঘারপাড়ায় ‘বিজয়-৭১ ফুটবল’ ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে বিকেলে বাঘারপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মতবিনিময় করেন যশোর ৪নির্বাচনী এলাকার গণ মানুষের নেতা সাবেক ছাত্রনেতা, সাবেক অতিরিক্ত সচিব, সাবেক সহ সভাপতি বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ এবং পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী। এ সময় তিনি খেলোয়াড়দের খেলার উন্নয়নে ফিফা অনুমোদিত ২টা উন্নত মানের ফুটবল উপহার দেন। খেলোয়াড়দের দাবির প্রেক্ষিতে আগামী সপ্তাহে তাদের জার্সি সেট উপহার দেবেন বলে প্রতিশ্রুতি দেন।
মতবিনিময়সভায় বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী বলেন,‘১৯৭১ সালে আমি বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী ছিলাম। সে সময় মহান মুক্তিযুদ্ধ শুরু হলে পরীক্ষা বন্ধ হয়ে যায়। এরপর আমি সেই মুক্তিযুদ্ধে অংশ নিয়ে অস্ত্র হাতে যুদ্ধের ময়দানে নেমে পড়ি’।
তিনি এসময় এ বিদ্যালয়ের স্মৃতি বিজড়িত অনেক স্মৃতিকথা খেলোয়াড়দের শোনান। ছাত্রদের জীবন গড়তে পরামর্শমুলক জীবনাদর্শের আলোচনা করেন। তিনি মাদকের বিরুদ্ধে থাকা এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে পরামর্শ দেন এসময়। তিনি সকলকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে এ দেশ গড়ার কাজে সবাইকে আত্মনিয়োগ করার আবেদন জানান।
এর আগে গত ১৬ মে বাঘারপাড়া সরকারি পাইলট স্কুলের ছাত্রদের মাঝে জার্সি ও ফুটবল বিতরণ করেন সন্তোষ কুমার। বীর মুক্তিযোদ্ধার সন্তোষ কুমার অধিকারী একজন ক্রীড়া ও সংস্কৃতিমনা মানুষ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শেখ হাসিনার আস্থাভাজন ব্যাক্তিত্ব। অবসর গ্রহণের পর থেকে তিনি (বাঘারপাড়া অভয়নগর বসুন্দিয়া) অবহেলিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, নামযজ্ঞ, ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেকটা ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে করেছেন।
তিনি বলেন, যতদিন বেঁচে আছি মানুষের সেবা করবো। তিনি সাংবাদিকদের এ সময় বলেন,‘ পড়ন্ত বেলায় মাননীয় প্রধানমন্ত্রী যদি নৌকা প্রতীক দেন তবে অবহেলিত বাঘারপাড়া অভয়নগর বসুন্দিয়াকে স্মার্ট অঞ্চল হিসেবে গড়ে তুলবো।
আবারো গঠিত হবে মুক্তিযোদ্ধার চেতনার সরকার শেখ হাসিনার সরকার’। এসময় মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী সকলের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেন।মতবিনিময় ও ক্রীড়াসামগ্রী বিতরনের সময় ‘বিজয় ৭১ ফুটবল’ ক্লাবের সদস্যবৃন্দ, মাষ্টার মফিজুর রহমান ও ফুটবল টিমের কোচ অলিয়ার রহমান উপস্থিত ছিলেন।
Leave a Reply