ফরিদপুরে নূর স্পেশালাইজ্ড হসপিটালের উদ্যোগে সারাদিন ব্যাপী প্রায় ২৫০ জনের অধিক লিভার ডিজিজে আক্রান্ত অসহায় গরীব রোগীদের সম্পূর্ণ বিনা ভিজিটে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শনিবার (২৭ মে) সকাল থেকে রাত পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিনা ভিজিটে চিকিৎসা সেবা দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক এমডি (হেপাটোলজী) লিভার বিশেষজ্ঞ ডাঃ এম সাঈদুল হক।
জানা যায়, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ৫০০ বেড থেকে সম্প্রতি ১ হাজার বেডে পরিনত করা হলেও সেই অনুপাতে সকল বিভাগে যেমন রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারগণের স্বল্পতা, তেমনি চিকিৎসা সেবার জন্য নেই পর্যাপ্ত জনবল ও উন্নতমানের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা।
যার কারনে প্রতিদিন অসংখ্য রোগী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে গিয়ে বহু টাকা ব্যয় করে চিকিৎসা সেবা নিচ্ছে। এক্ষেত্রে অনেক অসহায় রোগী ধার দেনা করে অথবা গরু ছাগল বিক্রি করে টাকা যোগার করতে হয়।
কেউবা টাকার ব্যবস্থা করতে না পেরে অকালেই ঝরে পরে। নূর স্পেশালাইজ্ড হসপিটাল ফরিদপুরে দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে সুনামের সাথে বেসরকারীভাবে স্বাস্থ্য সেবা পরিচালনা করে আসছে এবং বিশেষজ্ঞ
প্যাথলজিষ্ট এবং রেডিওলজিষ্ট দ্বারা নির্ভুলভাবে রিপোর্ট প্রদান করে ইতিমধ্যে ফরিদপুর সহ আশেপাশের সকল জেলার রোগীদের কাছে একটি আস্থার জায়গা তৈরি করেছে।
এরই ধারাবাহিকতায় নূর স্পেশালাইজড
হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান খান ওই সকল হত দরিদ্র রোগীদের ভালোমানের চিকিৎসা সেবা প্রদানের উদ্দ্যেশে ঢাকার সুনাম ধন্য লিভার বিশেষজ্ঞ ডাক্তার এম সাঈদুল হক কে শনিবার ফরিদপুর নূর স্পেশালাইজড হসপিটালে এনে সারাদিন ব্যাপী প্রায় ২৫০ জনের অধিক রোগীকে বিনা ভিজিটে চিকিৎসা সেবার সুযোগসহ রোগীদের আপ্যায়নেরও ব্যবস্থা করে দেন।
চিকিৎসারত রোগীরা জানান, এই ধরনের মহৎ উদ্দ্যেগের জন্য তারা আন্তরিক ভাবে অনেক খুশি। তারা জানান, এখানে উন্নত মানের মেশিনদ্বারা সর্বোচ্চ ডিসকাউন্টে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পেয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা মো. আমিনুল ইসলাম (বাবু) জানান, দুইদিন যাবৎ এই কার্যক্রম অব্যহত থাকবে।
তিনি আরো জানান, ফরিদপুরে যে সকল গুরুত্বপূর্ণ প্যাথলজিক্যাল টেষ্ট ঢাকা থেকে করে আনতে হতো তার প্রায় সকল টেষ্ট এখন নুর স্পেশালাইজড হাসপাতালে করা হচ্ছে। ফলে রোগীদেরও যেমন অর্থনৈতিক ভাবে লাভবান হচ্ছে, তেমনি দ্রুততার সহিত সঠিক রোগ নির্ণয়ের জন্য উপকৃত হচ্ছে।
এবিষয়ে ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দিলীপ চন্দ ও পদ্মা বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম আকাশ জানান, ফরিদপুরের মধ্যে নূর স্পেশালাইজড হসপিটালের মেশিনপত্র অত্যাধুনিক এবং তাদের পরীক্ষা নিরীক্ষা শতভাগ সঠিক।
Leave a Reply