ফরিদপুরে বিজ্ঞান অনুরাগীদের মাঝে সচেতনতা বৃদ্ধিসহ তরুণদের উদ্ভাবনী মেধা বিকাশে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে সপ্তাহব্যাপী এই মেলার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক লিটন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক আশেকুল হক, বিপুল চন্দ্র দাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ। সাতদিনব্যাপী এ মেলায় মোট ১৮টি স্কুল ও কলেজ অংশগ্রহণ করেছেন।
Leave a Reply