“রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ”’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (৩০ মে) দুপুরে দুদকের অয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আয়োজন করা হয়।
দিনব্যাপী গণশুনানিতে সেবাগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি সরকারি অফিসের সেবা প্রাপ্তিতে ভোগান্তি ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।
অভিযুক্ত কর্মকর্তারা আনীত অভিযোগের জবাব দেন। দুদকের কমিশনার দু-পক্ষের বক্তব্য শুনে নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগের সমাধান করতে নির্দেশ দেন। অনুষ্ঠানে ২৫টি সরকারি দপ্তরের অভিযোগের মধ্যে ২৫ টির শুনানি হয়।
গণশুনানিতে দুদকের কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল ইসলাম, মহাপরিচালক আখতার হোসেন, রাজশাহী বিভাগীয় পরিচালক কামরুল হাসান, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন,
অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, চাঁপাইনবাবগঞ্জের দূর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি ইব্রাহিম হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply