তামাক নয় খাদ্য ফলান” এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলাকে তামাক চাষ মুক্ত ঘোষণা দিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়েছে।
বুধবার (৩১ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি,
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, থানা (ওসি) তদন্ত মোঃ লুৎফর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম মন্ডল,
শিক্ষা অফিসার এমজি ইজদানী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত,
ইবরাহীম খাঁ সরকারি কলেজের ইংরেজি প্রভাষক আমিনুর রহমান প্রমুখ। এছাড়া শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থীবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন বলেন, আগামী বছর থেকে ভূঞাপুরে আর কোন জমিতে তামাক চাষ হবে না। এবিষয়ে আমরা কৃষকদের সাথে আলোচনা করবো।
Leave a Reply