শালিখা উপজেলার ২নং তালখড়ি ইউনিয়নের শাবলাট সরকারী প্রাইমারি স্কুলমাঠে শাবলাট পানি ব্যবস্থাপণা দলের উদ্যোগে মাঠদিবস পালিত হয় ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪টায়।
ব্রি-৮৯ জাতের ধানের প্রদর্শনী ও মাঠস্কুলের সমাপণী অনুষ্ঠান তথা এ মাঠদিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর হোসেন। আরো উপস্থিত ছিলেন আলফাজ উদ্দীন, আবিদ হাসান জামাল,সিনিয়র ফ্যাসিলিটেটর জ্যোতির্ময় বিশ্বাস,
আইনুল ইসলাম, রমিজ শেখ, ঈমান আলী। ২০০জন চাষির উপস্থিতিতে এ অনুষ্ঠানে ৩জন চাষিকে পুরষ্কৃত করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ উজ্বল হোসেন।
Leave a Reply