স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়ার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সুধী সমাবেশের করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে যশোরের ঝিকরগাছার বায়সা-চাঁদপুর দাখিল মাদরাসা প্রাঙ্গণে আলোচনা সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও বিভিন্ন বিষয় অবদানের জন্য এলাকার ২৫ জনকে স্বপ্নচূড়া সম্মাননা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নাভারন ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী। বিশেষ অতিথি ছিলেন শাহ্ সিমেন্ট লিমিটেডের সহব্যবস্থাপক তারাপদ রায় স্বপন,
বাণিজ্য মন্ত্রণালয়ের জয়েন্ট কোম্পানির ইন্সপেক্টর রিয়াজুল ইসলাম ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র প্রিন্সিপল অফিসার হিমেল আশরাফ। সংগঠনের সভাপতি মো. হাসান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাক্তার শাম্মী ইয়াসমিন, কৃষি উদ্যোক্তা রোজী মৃধা,
উজ্জ্বল হোসেন, সাদামনের মানুষ খ্যাত সায়েদ আলী, এলাকার প্রথম ফুলচাষি শেরআলী সরদার, ফিরোজ আহম্মদ, অনুষ্ঠানের আহবায়ক রুহুল আমিন প্রমুখ।
অনষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বপ্নচূড়ার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি করিম মোহাম্মদ নান্নু। বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে ২৫ গুণীজনকে স্বপ্নচূড়া সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন আক্তারুজ্জামান।
উল্লেখ্য, ২০২০ সালে মহামারি করোনাকালীন সময়ে এলাকার ঘরবন্দী নিরন্ন মানুষের খাদ্য সহায়তা দেবার মাধ্যমে স্বপ্নচূড়া সংগঠন সৃষ্টি হয়েছিল।
এরপর স্বপ্নচূড়া আবাসন প্রকল্প, স্বনির্ভর প্রকল্প, শিক্ষা সহায়তা প্রকল্প, স্বপ্নচূড়া রক্তের সন্ধান ও চিকিৎসা সহায়তা প্রকল্পের মাধ্যমে সমাজে নানা কাজ করছে সংগঠনটি। স্বপ্নচূড়ায় শতাধিক সদস্য সেবামূলক কাজ করেন।
Leave a Reply