যশোরের বাঘারপাড়ায় ‘বাঘারপাড়া ব্লাড ব্যাংক’র ৪র্থ বর্ষপুর্তি উৎসব উপলক্ষে স্বেচ্ছাসেবকদের মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠান পালিত হয়েছে। রোববার (২জুলাই) সকালে উপজেলা পরিষদের হলরুমে সংগঠনটির আয়োজনে দিনব্যাপি এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান।
এতে সভাপতিত্ব করেন ‘বাঘারপাড়া ব্লাড ব্যাংক’র প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ হাসিবুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরূপ জ্যোতি ঘোষ,
মৎস্য কর্মকর্তা পলাশ বালা, সমাজ সেবা কর্মকর্তা এটিএম মাসুদ হোসেন, সাংবাদিক রাকিব হোসেন প্রমুখ। দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে এদিন খুলনা বিভাগের বিভিন্ন এলাকা থেকে ব্লাড ব্যাংক ও স্বেচ্ছাসেবামুলক সংগঠনের স্বেচ্ছাসেবকদের প্রতিনিধিদের অংশগ্রহনে বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট বিতরন ও সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে ১ জন সর্বোচ্চ রক্ত দাতা, ১২ জন সর্বোচ্চ রক্ত সংগ্রহকারী স্বেচ্ছাসেবক, ‘বাঘারপাড়া ব্লাড ব্যাংক’র ৭ সেরা সংগঠক, অনলাইন ভোটে বিজয়ী ৩টি সংগঠন,
সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় ২২টি সংগঠনকে ও বাঘারপাড়ায় ব্ল্যাড ব্যাংকের প্রতিষ্ঠাতাকে এদিন সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। দিনের দ্বিতীয় পর্বে অতিথিদের অংশগ্রহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply